ডেস্ক রিপোর্ট: যশোরের কেশবপুরে যৌথবাহিনী অভিযানে বৃহস্পতিবার অস্ত্রসহ আটক বহিষ্কৃত যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল কারাগারে মৃত্যু বরণ করেন।
গতকাল (৫ ডিসেম্বর) শুক্রবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাস ও আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) ও নতুন মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০)।
উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগের ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে।
তবে আটক যুবদল নেতাকে যৌথবাহিনী বা পুলিশ নির্যাতনের বিষয়টি এড়িয়ে গিয়ে পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার মুক্তআকাশ২৪.কমকে বলেন, অভিযানের পর আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাদী হয়ে চার আসামির নামে মামলা করে। নিহতের পরিবার থেকে যেসব অভিযোগ করা হচ্ছে, সেটা সঠিক নয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন।
জেলার আরও বলেন, আদালত থেকে কারাগারে প্রেরনের পর অসুস্থ থাকায় তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply