ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। পুরান ঢাকায় ভবন ধসের সংবাদ নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ফায়ারসার্ভিসের কর্মকর্তারা। ভুমিকম্পে ঘটনায় রাজধানী, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্নস্থানে ১৫ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন, আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা। এছাড়া এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আরও হতাহতের সংবাদ আসছে।
আজ (২১ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
এটি দেশে সাম্প্রতিককালে সবচেয়ে তীব্র ভূমিকম্প বলে মনে করছেন লোকজন। একটি ভবনের ৬ তলার বাসিন্দা জিসান বলেন, তার জীবনে মনে পড়ে না এত বড় ভূমিকম্প আগে হয়েছে। তিনি মেঝেতে দাঁড়াতে পারছিলেন না।
ভবনটি কাঁপছিল, অনেকের সেল্প থেকে জিনিসপত্র পড়ে যায়।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় বহু লোক আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসেন। ভূমিকম্পটি মাত্র ২৬ সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পে সবচেয়ে বেশি কাঁপলো রাজধানী ঢাকা, রাজধানীতে ভুমিকম্পের কারনে হেলে পড়ার পাশাপাশি ফাটল ধরেছে বহু ভবন।
এদিকে ভূমিকম্পের পর একাধিক দুর্ঘটনায় খবর পেয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের। এর মধ্যে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়ার সংবাদ গিয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলের উদ্দেশে তাদের ইউনিট রওনা হয়েছে।
রাজধানীর আরমানীটোলা ছাড়াও ভূমিকম্পে খিলগাঁওয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply