1. admin@muktoakash24.com : shorif : shorif haider
শরীয়তপুরে অটো চালকের হাত পায়ের রগ কেটে চোখ উপড়ে তা আগুনে পুড়িয়েছে মাদক ব্যাবসায়ীরা! - মুক্ত আকাশ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অর্থপাচার রোধে সরকারের নির্দেশে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক সমাজ ও দেশের উন্নয়নে তরুনদের ভূমিকা রাখতে হবে চলে গেলেন বর্ষীয়ান আলেম শায়খুল হাদীস মুফতি আহমাদুল্লা ফরিদপুর ৪ এর সীমানা পুনর্বহালের দাবীতে রাজপথ রেলপথ অবরোধ জাকসু নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে কমিশন সদস্যের পদত্যাগ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা হবে আজ রাত ১০টায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন রাত পেরোলে ডাকসু নির্বাচন, নতুন ভোরের অপেক্ষা প্রার্থী ও ভোটাররা এবার দুর্গা পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না মঞ্চ ৭১ এর সাথে জড়িত সাবেক সচিব শহীদ খান গ্রেফতার

শরীয়তপুরে অটো চালকের হাত পায়ের রগ কেটে চোখ উপড়ে তা আগুনে পুড়িয়েছে মাদক ব্যাবসায়ীরা!

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ Time View

ডেস্ক রিপোট: শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক অটো চালকের হাত পায়ের রগ কেটে দুই চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে মাদক ব্যাবসায়ীীা।

একইসঙ্গে ভুক্তভোগীকে মারধর ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগও এসেছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অটোরিকশা চালকের ওপর এই বর্বরতা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল (৬ আগষ্ট) শনিবার সকালে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রুপবাবুরহাটে এই ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক রমজান মিয়াকে (৩৮) উন্নত চিকিৎসার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রমজান রিকশা নিয়ে জাজিরা থেকে নাওডোবার দিকে যাচ্ছিল। সেই সময় সুমন শিকদার কয়েকজন সহযোগীকে নিয়ে রমজানের রিকশার গতিরোধ করে। পরে রমজানকে সবাই মিলে সুমনের বাড়ির পেছনে নিয়ে যায়। এরপর রমজানের দুই চোখ উপড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। তার হাত-পায়ের রগও কেটে ফেলা হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সুমন সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। সে সময় শাহজান সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সুমনের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
ভুক্তভোগী রমজান গণমাধ্যমকে বলেন, আমি অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সুমন ও তার সহযোগীরা আমাকে থামায়। পরে তারা আমাকে নিয়ে চোখ উপড়ে ফেলে এবং হাতপায়ের রগ কেটে দেয়।

সুমনের বাড়ির পেছনে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসার অভিযোগ করে রমজান আরও বলেন, মাঝেমধ্যে পুলিশ রাতে আমার অটোরিকশায় করে টহল দিতো। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে তারা আমার ওপর এই হামলা করেছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ পারভেজ সেলিম বলেন, অটোরিকশাচালকের চোখ উপড়ে আগুনে পোড়ানোসহ হামলার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত সুমন নামে একজনের বাড়িতে স্থানীয়রা আগুন দিয়েছে বলে জানতে পেরেছি।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই