চট্টগ্রাম: দেশব্যাপী (১ জুলাই) সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারই অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশে সফল করতে খুলশী থানা বিএনপি এক প্রস্তুতি সভার আয়োজন করছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।
আজ (২৮ জুন) শুক্রবার সন্ধ্যায় এস কে খোদা তোতন বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস কে খোদা তোতন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনার আজ্ঞাবহ আদালতের মিথ্যা রায়ে কারাবন্দী আছেন। বর্তমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছে তাই এই মুহুর্তে খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে বিদেশে পাঠিয়ে চিকিৎসা না করালে যেকোনো দূর্ঘটনা ঘটতে পারে।
বর্তমান ফ্যাসিস্ট আ,লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবন নিয়ে তামাশা করছে। সারাদেশের মানুষের মত আন্তর্জাতিক সম্প্রদায় একাধিক বার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে বলার পরেও সরকার তাতে কোন কর্নপাত করছেনা।
তিনি আরও বলেন, এই অবৈধ সরকারের পতন নিশ্চিত ও খালেদা জিয়াকে মুক্ত করতে বিগত দিনের আন্দোলনের চাইতে তীব্র থেকে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রস্তুতি সভায় তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আগামী (১ জুলাই) চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুবদল নেতা এস এম দুলাল, খুলশী থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সরল ও মহানগর ছাত্রদল নেতা মিঠু, জনি, রিকু সহ খুলশী থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদটি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply