প্রতিনিধি ৫ জুলাই ২০২৪ , ১০:১৪:৩৯ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট: এবার ছাগল কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতির সাথে জড়িত মতিউরের সাথে কর্মরত এক নারী কর্মকর্তার সঙ্গে অশ্লীল কথাবার্তার একটি অশ্লীল ফোন আলাপ ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া অডিও বার্তাটি নিম্নে হুবহু মুক্ত আকাশ ২৪.লমের পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে।
মতিউর : তোমার কাছে … চাই, কখন দিতে পারবা?
আরজিনা : আজকে…!
মতিউর : আজকের প্রোগ্রাম ঠিক আছে?
আরজিনা : আজকে… কালকে যাই। আজ শুক্রবার তো, মানে কি বলে বের হব, কোনো ইয়ে পাচ্ছি না। বাসায় আছেতো। কালকে হলে ভালো হয়। কালকেতো থাকবা ঢাকায়।
মতিউর : দীর্ঘশ্বাস… ঠিক আছে। কালকে মনে হয় পারব না।
আরজিনা : কষ্ট পেলে… মানে শুক্রবারতো, কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না। বাইরে যে থাকব, আবার মাইন্ড… মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়।
মতিউর : ফের দীর্ঘশ্বাস… ওকে।
উল্লেখিত ফাঁস হওয়া কথাগুলো ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তারই অধিনস্থ নারী কর্মকর্তা আরজিনা খাতুনের। ইতোমধ্যে মোবাইল ফোনে আলাপচারিতার সেই স্পর্শকাতর অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।