ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে চলছে শিক্ষার্থীদের সংঘর্ষ যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দাউ দাউ করে জ্বলছে টোলপ্লাজা।
আজ (১৭ জুলাই) বুধবার রাত ১০টার দিকে ফ্লাইওভারের কাজলা প্রান্তে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভারের কাজলা থেকে শনিরআখড়া এলাকা। ফলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েও ব্যর্থ হয়েছে। পরে তারা স্টেশনে ফেরত আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোলপ্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে থাকে এবং পরে ফেরত আসে তারা।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply