চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮৭ দিন আগে ঘোষিত আংশিক কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমানের সঙ্গে এবার যুক্ত হলেন আরও ৫১ জন, এর মধ্যে ১৬ জন যুগ্ম আহ্বায়ক এবং বাকি ৩৫ জন সদস্য হিসেবে রয়েছেন।
আজ (৪ নভেম্বর) সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত). ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) ও মনজুরুল আলম মঞ্জু।
এছাড়া বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সদ্য মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে সদস্য করা হয়েছে।
তবে কেন্দ্র ঘোষিত এই কমিটির নিয়ে তৃনমুল নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই সাংগঠনিক লোকদের বাদ দিয়ে এক নেতার অনুসারীরা কমিটিতে স্থান পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান কমিটির প্রতি অনাস্থা জানিয়ে পোস্ট দিয়ে আসছেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply