1. admin@muktoakash24.com : shorif : shorif haider
জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো: মির্জা ফখরুল - মুক্ত আকাশ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ঋণ পরিশোধ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়ন ডলার অতিক্রম স্ত্রী ও সন্তান সহ আ,লীগের ৫ এমপির বিরুদ্ধে বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি মানবাধিকার সংগঠনগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে গণতন্ত্র বিপন্ন হবেনা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে আনোয়ারা উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি তৃণমূল নেতার! শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করেনা ভারত: বিক্রম মিশ্রি সুন্নিয়ত ও মাইজভান্ডারী দর্শন প্রসারে বুদ্ধিবৃত্তির ভূমিকা রাখেন আল্লামা আমিনুল হক একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মৃত্যু গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো: মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২ Time View

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শপথ নিয়েছি, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে আরো বেশি শক্তিশালী আন্দোলন করব।

আজ (৭ নভেম্বর) বৃহস্পতিবার ‘৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের তিনমাস পূর্ণ হয়েছে, তারা কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই, অবশ্যই, অবশ্যই তারা অনেকগুলো কাজ করেছে। আমরা বিশ্বাস করি, তাদেরকে আমরা যদি সকলে সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক নির্বাচন দিতে সক্ষম হয় তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আজকের এই দিনে সিপাহী জনতা, তারা দ্বিতীয় বারের মতো আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাদেরকে পরাজিত করে ৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসে। এরপর বাংলাদেশে নতুন রাজনৈতিক সূচনা হয়, সেই রাজনীতি ছিলো বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি ছিলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিলো বাংলাদেশের আধিপত্যবাদ পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আল্লাহর অশেষ রহমতে তৃতীয় বারের মতো এই আধিপত্যবাদকে পরাজিত করা হয়। আজকে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা শপথ নিয়েছি, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে ধ্বংস করবার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৬০০ মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই