ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র জানিয়েছে,গতকাল (৩০ নভেম্বর) শনিবার চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।
সুবর্ণা মুস্তাফার সঙ্গে ছিলেন তার স্বামী নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ।
বিমানে উঠার পাঁচ মিনিট আগে অভিবাসন কর্মকর্তারা তাদের জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পর্যবেক্ষণে রয়েছেন সুবর্ণা। এ কারণে তারা তাকে দেশ ছাড়ার অনুমতি দিতে পারছেন না।
এককালে জনপ্রিয় এই অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার সময়সূচি নির্ধারণ করা ছিল।
উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply