চট্টগ্রাম: মুজাদ্দেদে জমান, শামসুল উলামা, ফকিহে মিল্লাত, বাহারুল উলুম আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) এর ৮০ তম বার্ষিক ওরশ শরীফ সফল করার লক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের উদ্যোগে আহমদিয়া তৈয়্যবীয়া মাদ্রাসা মিলনায়তনে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এস.এম. রাকিব উদ্দিন এর সভাপতিত্বে মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু ও মুহাম্মদ রাকিবুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন পরিষদের সাবেক সভাপতি ও হযরত মতিউর রহমান শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান ফারুক পারভেজ, সাবেক সহ সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু। আলোচনা সভায় বক্তারা বলেন, অসাধারণ বিদ্বান ও বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)। বক্তব্য-লেখনীসহ বুদ্ধিবৃত্তিকভাবে ইসলাম, সুন্নিয়ত ও গণবাদী মাইজভান্ডারী দর্শন তুলে ধরে কালোত্তীর্ণ অবদান রাখেন তিনি। তাঁর কল্যাণে বাংলাদেশসহ সারা বিশ্বে সুন্নিয়তের ব্যাপক প্রচার প্রসার হয়েছে। তাঁর ক্ষুরধার লেখনীতে সুন্নী জনতা পেয়েছে পথের দিশা। প্রধান অতিথি এনামুল হক ছিদ্দিকী বলেন, ইসলামের নামে বাতিল ফের্কাগুলো যখন নানাভাবে মুসলমানদেরকে পথভ্রান্ত করছিল, তখনই দ্বীন, মাজহাব মিল্লাত ও সুন্নিয়তের আলোকে সঠিক রাস্তাই দেখিয়েছেন আল্লামা ফরহাদাবাদী (রহ.)।
প্রধান বক্তার বক্তব্যে মাওলানা সিরাজ উদ্দিন বলেন, আজও বাতিল ফের্কাগুলো থেমে নেই।
সাংগঠনিক, লেখনী ও বুদ্ধিবৃত্তিক প্রয়াস জোরদার করে সমস্ত বাতিল অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন এস.এম. সুলতান মাহমুদ তাহা, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ নাঈমুর রিসাদ, মুহাম্মদ জাহেদুল আলম রিকসান, মুহাম্মদ ছাবের হোসেন, মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মুহাম্মদ মাহবুব উল্লাহ রাহাত, মুহাম্মদ ইমরুল হোসাইন আকিব, মুহাম্মদ নাজমুল হোসেন হৃদয়, মুহাম্মদ সাবের হোসেন রেজভী, মুহাম্মদ ছাব্বির হোসেন জাহেদ, মুহাম্মদ আবু সাঈদ শুভ, মুহাম্মদ জোনাইদ হোসেন ইমন, ফরহাদ উদ্দিন মুন্না, মুহাম্মদ জোবায়েদ হোসেন রোহান, মুহাম্মদ মতুর্জা আলী আনন, মুহাম্মদ মাহমুদুর রহমান সাব্বির, মুহাম্মদ মেজবাহ উল্লাহ ফাহিম, মুহাম্মদ ইরফানুল হক ছিদ্দিকী, মুহাম্মদ জোবাইদ হোসেন প্রমুখ। সালাত সালাম শেষে বিশ্বশান্তি, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply