আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। এতে আরও একটি রেজ্যুলুশন পাস হয়েছে।
এই রেজ্যুলুশনের অধীনে ফিলিস্তিনে ইসরাইল নতুন কোনো আইন প্রয়োগ করতে গেলে তা নিষিদ্ধ হবে। বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির রেজ্যুলুশন উত্থাপন করা হয় জাতিসংঘে। ১৪ মাস ধরে গাজায় যুদ্ধ চলছে। এতে সেখানকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে। যারা বেঁচে আছেন, তাদের খাবার নেই, জ্বালানি নেই এমনকি মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।
তাদের কাছে অতি দ্রুত ত্রাণ পৌঁছানোর আহ্বান জানানো হয় রেজ্যুলুশনে। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনে কমপক্ষে ৪৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তারপরও ইসরাইল থামছে না। তারা প্রতিদিনই নির্বিচারে সাধারণ মানুষের ওপর বোমা হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে গাজাকে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের যোদ্ধাগোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালায়। এতে ১২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এরপর থেকে গাজায় তীব্র হামলা শুরু করে ইসরাইল। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীকে এ সংকট থেকে উদ্ধার করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জাতিসংঘ সেখানে যুদ্ধবিরতির পদক্ষেপ গ্রহণ করেছে। রেজ্যুলুশনের ওপর ভোটে ১৫০টি দেশ পক্ষে ভোট দেয়। ফলে তা পাস হয়। যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ ৭টি দেশ বিপক্ষে ভোট দেয়। ১৩ টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। গাজায় অতি দ্রুত নিঃশর্ত যুদ্ধবিরতিসহ হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির অনুরোধ করা হয়েছে রেজ্যুলুশনে। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই রকম একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের ভেটোর ফলে তা বাতিল হয়ে যায়। হামাসের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তি দেয়ার উদ্দেশে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। তাদের মতে এখন জিম্মিদের মুক্ত না করলে পরবর্তীতে হামাসের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তি পাবার আর কোনো সম্ভাবনা নেই।
রেজ্যুলুশন পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, এই রেজ্যুলুশনে সম্মতি দেয়া হবে বোকামি। জাতিসংঘে নিয়োজিত ইসরাইলের দূত ড্যানি ড্যানন ভোটের আগে বলেন, এই ভোটের কোনো যুক্তি নেই। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সমর্থনে আরো একটি রেজ্যুলুশনে সম্মতি দেয়া হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply