আজ (২৯ মার্চ) বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, সরকারের সমালোচনা করা জনগণের সাংবিধানিক অধিকার। চাল, মাছ, মাংস, ডিমসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশাহারা। মানুষের আয় কমছে, খাবার গ্রহণের পরিমাণ কমছে। শ্রমজীবী মানুষের জীবনের কথা সাংবাদিক শামসুজ্জামন তাঁর লেখনীতে তুলে ধরেছিলেন। অথচ সরকার এই নির্বিষ সমালোচনাটুকুও গ্রহণ করতে রাজি নয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক এই বিবৃতি দেন।
Leave a Reply