চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম খুলশী থানার তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী আলমগীর (২৮) ও তার বোনের স্বামী তোফাজ্জল (৩২) কে চার কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা সহ আমবাগান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (২৬ এপ্রিল) বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় এএসআই মানিক ও খুলশী থানার একাধিক পুলিশ কর্মকর্তা বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে।
মাদক ব্যাবসায়ী আলমগীরের বিরুদ্ধে এক ডজনের অধিক মামলা রয়েছে।
মাদক ব্যাবসায়ী আলমগীর দীর্ঘদিন ধরে খুলশী থানাধীন আমবাগান এলাকার ঢাকা চট্টগ্রাম রেললাইনের উপর প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে।
মাদক ব্যাবসায়ী আলমগীর ও তার সহোযোগি স্থানীয় কিশোর গ্যাং লিডারদের নেতৃত্বে এই মাদক স্পষ্ট চলে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
খুলশী থানা পুলিশ মাদক স্পষ্টটি বন্ধ করতে একাধিকবার অভিযান চালাতে গিয়ে মাদক ব্যাবসায়ীদের হামলার শিকার ও হয়।
মাদক সহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার এএসআই মানিক। তিনি এই প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আগামীকাল আদালতে প্রেরন করা হবে।
উল্লেখ্য, এসব মাদক ব্যাবসায়ীরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে প্রতিনিয়ত কারো না কারো সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
Leave a Reply