আন্তর্জাতিক ডেস্ক: চলমান কোপা আমেরিকার পুরোটা জুড়ে নিজের ছায়া হয়েই ছিলেন লিওনেল মেসি। অবশেষে খোলস ভেঙে ফিরলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মেসির অভিজ্ঞতার তেজ এবং তারুণ্যের মিশেলে কানাডাকে রীতিমত উড়িয়ে দিয়ে কোপার ফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজ (১০ জুলাই) বুধবার লাস ভেগাসের মেটলাইফ স্টেডিয়ামে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার ম্যাচে গোল করেছেন মেসি ও আলভারেজ। চলতি আসরে দুজনেরই এটি প্রথম গোল।
ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে ম্যাচের শুরুর দিকেই জোড়া সুযোগ পেয়েছিল কানাডা। তবে কোনটিই লুফে নিতে পারেননি কানাডিয়ানরা। ম্যাচের চতুর্থ মিনিটেই সুযোগ হাতছাড়া করে কানাডা। সপ্তম মিনিটে ফের সুযোগ পেয়েছিল তারা। তবে ভুল শটে সুযোগ হারায় কানাডিয়ানরা।
ম্যাচের ১২তম মিনিটে পাল্টা আক্রমণে প্রথম সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান ডি মারিয়া। এরপর লিওনেল মেসিকে বাড়ান তিনি। কিন্তু গোলপোস্টের পাশ ঘেঁষে চলে যায় মেসির বাঁ পায়ের শট।
তবে লিড নিতে বেশিক্ষণ সময় নেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ২২তম মিনিটে লিড এনে দেন আলভারেজ। মাঝমাঠ থেকে আলভারেজকে খুঁজে নেন ডি পল। সহজ সুযোগ হাতছাড়া করেননি ম্যানসিটির এই তারকা। দারুণ শটে চলতি কোপায় নিজের প্রথম গোল আদায় করে নেন তিনি।
এরপর প্রথমার্ধের শেষ দিকে জোড়া সুযোগ মিস করেন মেসি। ম্যাচের ৪৩তম মিনিটে সহজ সুযোগে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করতে পারেননি মেসি। কয়েক মিনিট পর ডি মারিয়ার পাস থেকেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।
তবে বিরতি থেকে ফিরেই খোলস থেকে বেরিয়ে আসেন মেসি। ম্যাচের ৫১তম মিনিটে অ্যাঞ্জো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোলবারের কাছ থেকে আলতো ছোঁয়ায় চলতি কোপায় নিজের প্রথম গোল করেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
শুরুর দিকে এটিকে অফসাইড ভাবা হচ্ছিল। পরে ভিএআরের সাহায্যে নিশ্চিত হয় মেসির গোল। লাতিন আমেরিকায় এ নিয়ে ১৪ গোল করলেন আর্জেন্টাইন ম্যাজিশিয়ান।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply