শরীফ হায়দার শিবলু: কোটা সংস্কার আন্দোলন থেকে যখন ফ্যাসিবাদের পতনে একদফার আন্দোলনে রুপ নেয়, তখন চট্টগ্রামে প্রথম দফায় মুরাদপুরে যুবলীগ ক্যাডার হেলাল আকবর বাবরের বাহিনী আন্দোলনকারীদের উপর এলোপাতাড়ি গুলি বর্ষনের ঘটনায় ৩ জন নিহত হয়।
এরপর ৫ আগষ্ট গনঅভ্যুত্থানের আগের দিন ৪ আগষ্ট চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে ছাত্র-জনতার কর্মসূচি ঘোষণা করার পর চট্টগ্রাম শহরের ছাত্রলীগ যুবলীগে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৩ আগষ্ট রাতে অবস্থান নেয় চট্টগ্রাম বটতলীর শ্রমিকলীগ নেতাদের নিয়ন্ত্রণ স্টেশনের আশেপাশের এলাকা সহ রেলওয়ে নিরাপত্তার বাহিনী আরএনবির জেনারেল ব্যারাকে!
পর ৪ আগষ্ট ছাত্র- জনতার উপর নিউ মার্কেট মোড়ে যে হামলার ঘটনা ঘটে তাতে জড়িত বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত আ,লীগ সরকারের সুপারিশে চাকরি পাওয়া আরএনবি সিআই আমান ও সিআই রেদোয়ান।
একইদিন বিকেলে ছাত্র জনতার উপর হামলা করতে গিয়ে ছাত্র জনতার প্রতিরোধে আহত আ,লীগের সন্ত্রাসী বাহিনী চিকিৎসার দায়িত্ব নেয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বটতলী স্টেশন জেনারেলের দায়িত্ব পাওয়া আরএনবি সদস্য সিআই আমান!
ছাত্র জনাতার নিউ মার্কেটের মোড়ে জমায়েতে আ,লীগের এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনায় ৪ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভর্তি হয়েছিল ১৩২, জন। যাদের বেশীরভাগ ছিলো গুলিবিদ্ধ এমন তথ্য মুক্তআকাশ২৪.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে থেকে স্বৈরশাসক শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে সিআই আমান সহ বটতলী স্টেশনে দায়িত্বরত অসাধু কর্মকর্তারা!
৪ আগষ্ট বিকালে পুনরায় ছাত্র জনতার প্রতিরোধের মুখে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আন্দোলনকাীরা ধাওয়া দিলে বটতলী স্টেশনের জেনারেল ব্যারাকের সামনে থেকে ২, টি নাইন এমএম, পিস্তল সহ আহত অবস্থায় আটক না করে আরএনবি জেনারেলের দায়িত্ব পাওয়া সিআই আমান জিইসি মোড়ে মেডিকেল সেন্টারে নিয়ে ভর্তি করান। আমানের এসব অপকর্মে সহযোগিতা করেন, অস্ত্র শাখার সিআই রেদোয়ান।
পরবর্তী আজিজ থেকে পাওয়া ২ টি নাইন এমএম পিস্তল জিআরপি থানার ওসি তার হেফাজতে নিয়ে যায়।
উদ্ধারকৃত অস্ত্র দুইটি থানায় নথিভুক্ত করছে কিনা বা কি পদক্ষেপ নিয়েছে জানতে জিআরপি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদকে সরকারি এই নাম্বারে 01320177641, একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
এদিকে বিগত দিনে সাধারণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আওয়ামী ফ্যাসিবাদী সরকারের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আজম নাছির ও ফজলে করিম চৌধুরীর প্রভাব খাটিয়ে সিআই আমান, ও রেদোয়ান যেসব অনিয়মে প্রভাব দেখিয়ে চলতো, বর্তমানে তাদেরকে কর্মস্থলে রাখতে বিএনপির শ্রমিক সংগঠন শ্রমিকদল নেতা এম আর মঞ্জু রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উর্ধতন কর্মকর্তা সাথে যোগাযোগ করে আসছে বলে দাবি করেছেন রেলওয়ে কর্মরত সংশ্লিষ্টরা।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদল নেতা মঞ্জু বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনের সময় রেল অঙ্গনে কোন রকম সাংগঠনিক কার্যক্রম করার কোন প্রমান নেই!
এবং বিএনপির কেন্দ্রীয় কোন কর্মসূচি ঘোষণার পর চট্টগ্রাম মহানগর বিএনপির কোন কর্মসূচিতে পর্যন্ত অংশ নিতেন না শ্রমিক দলের এই নেতা।
মুল কথা দেশের সরকারি বিভিন্ন সেক্টরে শ্রমিক দলের কমিটি থাকলেও পূর্বাঞ্চলে শ্রমিক দল নামে কোন সংগঠনই ছিলো না।
কিন্তু ৫ আগষ্টের গনঅভ্যুত্থানের পর রেল অঙ্গনে নিজের ছবি সংবলিত ব্যানার পোস্টারে ছেয়ে যায় সিআরবি সহ পুরো রেলওয়ে এলাকায়!
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিতত ১৫ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করা লোকজনের প্রতিনিধি হিসাবে কাজ করছে শ্রমিকদল নেতা এম আর মঞ্জু।
অন্যদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সেক্টরে লোকবল সংকট থাকলেও জেনারেল শাখায় সিআই আমানের অনুগত ও আওয়ামী পন্থী আরএবি সদস্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৫ আগষ্টের পর রেলওয়ে অঙ্গনের বিএনপির নেতাদের মোটা অংকের টাকার বিনিময়ে নিজের অপকর্ম ঢাকতে শুরু হয় সিআই আমানের মিশন!
এবং এাই মিশনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের রেল অঙ্গনে বিএনপির রাজনীতিতে জড়িত ও রেল শ্রমিকদল নেতাদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে ফেলেছে।
বর্তমানের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সেক্টর থেকে সদস্যদের বদলি বানিজ্যে আমানের নির্দেশনাকেই গুরুত্ব ও প্রধান্য দিচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বিগত ফ্যাসিবাদী শাসনের আমলে মহামারি করোনা ভাইরাসের সময় কর্মস্থলে আমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠায় আমানকে সিজিপিওয়াই বদলী করার পর বদলির জায়গায় ও দূর্ণীতিতে জড়িয়ে পড়ে ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ কোটায় চাকুরি পাওয়া সিআই আমান।
আমানের এসব অপকর্ম নিয়ে দেশের প্রথম সারির গণমাধ্যমে একাধিক সংবদ প্রকাশ হওয়ার পর তৎকালীন সিটি মেয়র আজম নাছিরের ক্ষমতা বলে তদন্তে অভিযুক্ত হওয়ার পরেও আমানের সকল অপকর্ম ধামাচাপা পড়ে যায়।
৫ আগষ্টের পর সরকারি বিভিন্ন প্রশাসনিক ফ্যাসিবাদী সহোযোগি কর্মকর্তাদের অপকর্মের বিরুদ্ধে ব্যাবস্থা নিলেও আরএনবি সদস্য সিআই আমান গনঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত ও এবং আ,লীগ, যুবলীগ সরকারি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে হামলা চালালেও বর্তমানে বীরদর্পে নিজের অপকর্ম চালিয়ে আসছেন সিআই আমান।
চলবে….
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply