চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে পাঁচলাইশ থানার সামনে পেয়ে বিএনপির নেতা-কর্মীদের গণধোলাইয়ের শিকার হয়।
আজ (৬ জানুয়ারি) সোমবার বেলা আড়াইটার সময় নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। তবে এরপর বিএনপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীর জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।
পাঁচলাইশ থানা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহেদ আলম মুক্তআকাশ২৪কমকে বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম বিগত ফ্যাসিবাদী সরকারের এজেন্ডা বাস্তবায়নে এতোটাই তৎপর ছিলেন, স্বৈরশাসক হাসিনার আস্থাভাজন হওয়ার জন্য নগরীর কোতোয়ালি থানায় কর্মরত অবস্থায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন বাধা দেওয়ার পাশাপাশি বিএনপির সিনিয়র নেতাদের গায়ে পর্যন্ত হাত তুলতে দ্বিধা করতেন না, এবং বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতনের পাশাপাশি মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি করতো।
সাবেক পাঁচলাইশ থানা ও বর্তমান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এই নেতা আরও বলেন, সিএমপি থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অনুমতি থাকলেও বিএনপিকে কোন কর্মসূচি পালন করতে দেননি ফ্যাসিবাদী সরকারের দোসর এই ওসি নেজাম উদ্দিন।
বিএনপির নেতাকর্মীদের হাতে গণধোলাইয়ের শিকার হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি।
এদিকে পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সেখানে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply