1. admin@muktoakash24.com : shorif : shorif haider
খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই - মুক্ত আকাশ
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামি রাষ্ট্র নির্মাণে সৎ নেতৃত্ব গঠন করতে হবে: রফিকুল ইসলাম গণঅভ্যুত্থানে গনহত্যার দায়ে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল চিকিৎসার জন্য বিদেশ যেতে বিমানবন্দরের পথে খালেদা জিয়া ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি দেশে ফিরছেন ফরিদপুরে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, নিহত ৫ চট্টগ্রামে তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের হাতে গণধোলাইয়ের শিকার ওসি নেজাম এসএসসি ও সমমান পরীক্ষার ভর্তি ১৫ জুন থেকে ক্লাস শুরু ১ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে কাজ করা ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬ Time View

ডেস্ক রিপোর্ট: খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রবিবার রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ নানা অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার পুত্রবধূ সো‌নিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়–পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই