চট্টগ্রাম: সিএমপি কমিশনারের নেতৃত্বে থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত ও ডিবি টিম কর্তৃক হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করে ১ জন ভিকটিম উদ্ধারসহ ২ জন ডাকাত সদস্য গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম সোয়াত।
আজ (৪ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০.৪৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত ও ডিবি টিম ৯৯৯ সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন ওআর নিজাম রোড় আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পার্শবর্তী ভবনের ২য় তলায় হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করে ডাকাতি করাকালে ডাকাত সদস্য আসামি ১। মো: বায়েজিদ শেখ(১৯) ও উক্ত ঘটনার নেতৃত্বদানকারী ২। মো: আকাশ(২৫) দ্বয়কে গ্রেফতার করে এবং এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আসামি ৩। সাব্বির (১৯) ও রিয়াদ (২০) দ্বয় পালিয়ে যায়।
পলাতক আসামি সাব্বির ওই ভবনের মালির কাজ করে এবং পলাতক আসামী রিয়াদ পূর্বে ওই বাড়িতে গৃহ পরিচারকের কাজ করতো।
পুলিশ বিশেষ কৌশলে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বাড়ির মালিক ভিকটিম লোকমান সাহেবকে উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply