আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক মণিশঙ্কর আইয়ার মনে করেন, ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন চান ততদিন ভারতে থাকতে দেওয়া উচিত। বাংলাদেশে ব্যাপক গণ বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন।
গতকাল (১১ জানুয়ারি) শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে কংগ্রেস নেতা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হচ্ছে, কিন্তু আক্রান্তদের বেশির ভাগই হাসিনার সমর্থক। আসলে রাজনৈতিক মতপার্থক্যের কারণেই এসব ঘটেছে।
আইয়ার ১৬তম অ্যাপিজে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআই-কে বলেন যে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এটা ভালো খবর। এই আলোচনা অব্যাহত থাকা উচিত এবং ভারতের মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা দরকার।
হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন, আমি আশা করি শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো করেছেন তাতে আমরা কখনোই দ্বিমত করব না। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি যতদিন তিনি চান আমাদের তাকে থাকতে দেওয়া উচিত। এমনকি যদি এটি তার সারা জীবনের জন্যও হয়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply