চট্টগ্রাম: মিরসরাইয়ে বিএনপি নেতা নুরুল আমীন চেয়ারম্যানের অনুসারীদের দুগ্রুপের মধ্যে বানিজ্য মেলায় কথা কাটাকাটির জেরে এক পক্ষ অপরপক্ষের ওপর হামলার ঘটনায় জাহেদ হোসেন মুন্না (২০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন বিএনপির নেতাকর্মী।
গতকাল (১৩ জানুয়ারি) সোমবার রাত ১০টার দিকে উপজেলা মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে।
নিহত মুন্না মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতদের মধ্যে শাকিল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও স্বানীয়রা জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িত বিএনপি নেতা জাহেদ ও যুবদল নেতা কামরুল দু’জনই মিরসরাই বিএনপি নেতা নুরুল আমীন চেয়ারম্যানের অনুসারী।
সোমবার সন্ধ্যার পরে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সাথে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা-কাটাকাটি হয়। পরে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হয় কামরুল হাসানের এক কর্মী।
পরবর্তীতে মেলা থেকে বের হয়ে রাত ১০ টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ীতে এবং তার অনুসারীদের উপর হামলা চালায়। এই ঘটনার বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসএ কজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ গত ৫ আগষ্টের গনঅভ্যুত্থানের পর থেকে নুরুল আমীন চেয়ারম্যান ও তার লোকজন বিভিন্ন এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ লিপ্ত হচ্ছে।
স্থানীয় কয়েকজন বিএনপির নেতাকর্মী নাম প্রকাশ না করা শর্তে মুক্তআকাশ২৪.কমকে বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে দীর্ঘ ১৫ বছর মামলা হামলার শিকার হয়েছে, তাদের ওপর হামলা চালাতে দ্বিধা করেনা নুরুল আমীন চেয়ারম্যানের অনুসারীরা। গণঅভ্যুত্থানের পর থেকে নুরুল আমীন চেয়ারম্যান পুরো মিরসরাইয়ে আ,লীগ দোসরদের সাথে নিয়ে একক অধিপত্য বিস্তার করে আসছে।
৫ আগষ্টের গনঅভ্যুত্থানের পর নুরুল আমীন চেয়ারম্যান এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে, তার কথার বাহিরে মিরসরাই থানা এলাকায় অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা পর্যন্ত নুরুল আমীন চেয়ারম্যানের উপস্থিতিতে লাঞ্ছনার শিকার হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আরও বলেন, দলের হাইকমান্ড নুরুল আমীন চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা না নিলে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে মাঠে কাজ করতে নেতাকর্মীরা উৎসাহ হারিয়ে ফেলবেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম মুক্তআকাশ২৪.কমকে বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শাকিল নামের আরও একজন গুরুতর আহত হয়েছে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মেলায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply