1. admin@muktoakash24.com : shorif : shorif haider
আবারও প্রকাশ্যে আসার চেষ্টা আ,লীগের, মাঠে প্রতিহত করতে প্রস্তুত বিএনপি - মুক্ত আকাশ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে: ফারুকী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় ব্যারিস্টার সুমন গ্রেফতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগ করেছে: বঙ্গভবন বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনি আপনার নিজের রাস্তা দেখে নিন: হাসনাত আবারও প্রকাশ্যে আসার চেষ্টা আ,লীগের, মাঠে প্রতিহত করতে প্রস্তুত বিএনপি আন্দোলনে হামলার অভিযোগে ৪০০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চট্টগ্রামে হামাস নেতার স্মরণে শিবিরের গায়েবানা জানাজা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘুর্ণিঝড়ে রুপান্তর হতে পারে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বিএনপির আবেদনের শুনানি বৃহস্পতিবার চালের বাজার নিয়ন্ত্রণে আমদানিতে শুল্ক কমালো রাজস্ববোর্ড

আবারও প্রকাশ্যে আসার চেষ্টা আ,লীগের, মাঠে প্রতিহত করতে প্রস্তুত বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১ Time View

শরীফ হায়দার শিবলু: রাজনীতির মাঠে প্রকাশ্যে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ। অন্যদিকে আ,লীগকে প্রতিহত করতে মাঠে প্রস্তুত বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল গুলো।

এসবের পিছনে কাজ করছে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। বর্তমান অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে হাসিনার নির্দেশে বিভিন্ন সংগঠন বা অন্য কোন ইস্যু নিয়ে রাজপথে জড়ো হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আ,লীগের নেতাকর্মীরা।

যদিও শেখ হাসিনা দেশে ফেরার ঘটনাটি কোন অবস্থাতেই সম্ভব নয়, তারপরেও রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাষ্ট্রপ্রতির সহোযোগিতায় ইমারজেন্সি ( জরুরি অবস্থা) জারির মাধ্যমে নির্বাচন বানচালের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতির গতি কমাতে তৎপর সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা।

শেখ হাসিনা রাষ্ট্রে অস্থিতিশীল করতে প্রথম বারের মতো গত ১৫ অক্টোবর বিকালে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন কিছুসংখ্যক আইনজীবী।

গত শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রামে হঠাৎ বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী। এছাড়া গতকাল শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের কয়েক জন সমর্থক মানববন্ধনের চেষ্টা করেন। বিএনপি সমর্থক কয়েক জনের ধাওয়া খেয়ে পালিয়ে যান।

ধানমন্ডি ৩২ নম্বরের সামনে গত শুক্রবার (১৮ অক্টোবর) দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের সাবেক সাত নেতাকর্মী।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এরপর দীর্ঘ আড়াই মাস দলটির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। দলটির কেন্দ্রীয় নেতা ও এমপি-মন্ত্রীদের প্রায় সবাই চলে যান আত্মগোপনে। অনেকে পাড়ি জমিয়েছেন বিদেশে। গ্রেপ্তার আতঙ্কে দিন কাটছে অনেক নেতাকর্মীর।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপির ওপর যা যা হয়েছিল, এখন আওয়ামী লীগের ওপর তা-ই ঘটছে।

চট্টগ্রাম মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ : শুক্রবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ২০ থেকে ৩০ জন লোক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। মিছিলটিতে অংশ নেওয়া বেশির ভাগই ছিলেন তরুণ।

কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদের কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের তিনটি ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’

এদিকে হঠাৎ আওয়ামী লীগের মিছিলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন এরকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ-সমর্থকদের মারধর : আওয়ামী লীগ-সমর্থিত বেশ কয়েক জন নেতাকর্মীকে মারধর করেছে বিএনপি-সমর্থিত নেতাকর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ-সমর্থক নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে এসেছিলেন মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির ৫০-৬০ নেতাকর্মী এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি-সমর্থিত চার-পাঁচ জন বেধড়ক মারধর করে।

আ,লীগের এসব কর্মকাণ্ড নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস,কে, খোদা তোতনের কাছে জানতে চাইলে তিনি মুক্ত আকাশ ২৪.কমকে বলেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাী রাষ্ট্র বিরোধী যেকোনো অপকর্ম মোকাবেলা করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের গনতন্ত্র রক্ষা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিগত ১৫ বছরের অবৈধ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবম দিয়েছে,  সর্বশেষ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা নির্দেশে তার অনুগামী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনে শিশু বৃদ্ধ থেকে কাউকে ছাড় দেয়নি গুলি করে নির্মম ভাবে হত্যা করতে।

বিএনপির এই নেতা আরও বলেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে মাঠে প্রস্তুত রয়েছে বিএনপির নেতাকর্মীরা। তবে আ,লীগ নেতাকর্মীরা সবচেয়ে বড় ভুল করছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও তারা আবার দেশে অবস্থিত করতে রাজপথ নেমে চিরতরে আ,লীগের কবর রচিত করছে।

অন্যদিকে শেখ হাসিনা এসব চক্রান্ত প্রতিহত করতে মাঠে প্রতিনিয়ত সভা সমাবেশ চালিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই