ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। উধাও হওয়ার ২ মাস পর তাকে আটকের পর গভীর রাত পর্যন্ত টাকা ফেরতের দাবিতে থানায় অবস্থান নিয়েছেন গ্রাহকরা।
আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর থেকে এই রিপোর্ট লেখা সময় গভীর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সামনে অবস্থান করছেন কয়েকশ গ্রাহক। পরে এনজিও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী গ্রাহকরা।
এর আগে মঙ্গলবার দুপুরে জেলা শহরের শান্তিমোড় এলাকায় নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমানকে আটক করে গ্রাহকরা। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যায়।
জানা যায়, ২০১০ সাল থেকে শুধুমাত্র সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান।
১০ হাজার গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাত করে গত দুই মাস ধরে লাপাত্তা ছিলেন তিনি। পরে মঙ্গলবার অফিসে পেয়ে তাকে টাকার দাবিতে আটক করে গ্রাহকরা। আটককৃত এনজিও মালিক মতিউর রহমানকে বুধবার সকালে আদালতে নেয়া হবে বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন মুক্তআকাশ২৪.কমকে বলেন, বর্তমানে থানার সামনে পরিস্থিতি স্বাভাবিক, তবে এনজিওতে টাকা উদ্ধার করে দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলার পর, ওসি ঐ এনজিও প্রতারকের সাথে কথা বলে কোন সিদ্ধান্তে না পৌঁছাতে পেরে, গ্রাহকদেরকে মামলা করতে বল্লে, গ্রাহকেরা থানা এলাকা ছেড়ে চলে যায়।
থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা আরও বলেন, বর্তমান প্রতারক মতিউর রহমান থানা হাজতে আছে, এবং আগামীকাল আদালতে পাঠানো হবে তাকে, এখনো মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply