চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা কেন্দ্র জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসা (প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়) এর সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার ময়দানে আগামী ২৭শে ডিসেম্বর শুক্রবার বিকাল ৩,টায় অনুষ্ঠিত হবে।
মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে অবিভক্ত বাংলার আইন সচিব, কলিকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি আলহাজ্ব খাঁন বাহাদুর সিরাজুল ইসলাম মরহুমের সর্বকনিষ্ট পুত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, ব্লাক হোল থিউরীর উদ্ভাবক, নোবেল বিজয়ী স্টিফেন হকিং এর তাত্ত্বিক গুরু, জামেয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসা (প্রস্তাবিত ইসলামীবিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার জন্য ১২ একর (৩০বিঘা) জমিদাতা মরহুম ড. জামাল নজরুল ইসলাম এর স্মৃতিচারনে ঐতিহাসিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
উক্ত স্মরণ সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসাইন।
স্মরণ সভা উদ্ধোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসাইন প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন সাবেক জ্বালানী উপদেষ্টা, দেশের স্বাধীনতা সংরক্ষণের বীর সেনানী, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামীক স্কলার ও লন্ডন এসেক্স জামে মসজিদের খতিব ড. আল্লামা মাহমুদুল হাসান আল আযহারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) চট্টগ্রাম মোঃ নুরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রসাশক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফরিদা খানম, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস এর কালচারাল কাউন্সেলর সৈয়দরেজা মীর মোহাম্মদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোহাম্মদ ইয়াহিয়া আখতার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন সহ দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন।
এতে সকলকে অংশগ্রহন করার জন্য আহবান জানিয়েছেন জামিয়াতুল উলুম আল-ইসলমিয়া লালখান বাজার মাদ্রাসা (প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়) এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply