1. admin@muktoakash24.com : shorif : shorif haider
দীর্ঘদিন বেতন না পাওয়ার ক্ষোভে জাহাজের ৭ জনকে হত্যা করে ঘাতক মণ্ডল - মুক্ত আকাশ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা আফ্রিকায় নির্বাচনী সহিংসতা রুপ নিয়েছে বড় সংঘাতের দিকে লুটতরাজের স্বীকার প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক দলগুলোসহ সবার মধ্যে বৈষম্য দূর করতে হবে: ড. শফিকুর রহমান গুলশানে বিএনপির সাথে খেলাফত মজলিসের বৈঠক চট্টগ্রামে ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারনে ঐতিহাসিক স্মরণ সভা আগামীকাল আনিস, সালমান, জিয়াউল আহসানকে গনহত্যার অভিযোগ থেকে মুক্তি দিয়ে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার! দীর্ঘদিন বেতন না পাওয়ার ক্ষোভে জাহাজের ৭ জনকে হত্যা করে ঘাতক মণ্ডল বছরের শুরুতে ডামি নির্বাচন, বছরের মাঝখানেই পতন ফ্যাসিস্ট হাসিনার চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও গ্রাহকের ১৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া পর গ্রেফতার বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার বড়ুয়া কে সংবর্ধনা প্রদান

দীর্ঘদিন বেতন না পাওয়ার ক্ষোভে জাহাজের ৭ জনকে হত্যা করে ঘাতক মণ্ডল

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯ Time View

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

খুন হওয়া ব্যক্তিরা হলেন, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত ব্যক্তি হলেন- সুকানি জুয়েল।

আজ (২৫ ডিসেম্বর) বুধবার এক প্রেস ব্রিফিং করে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব ১১ কুমিল্লার উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, লোট ব্যাগ, ঘুমের ঔষধের খালি পাতা, খুন হওয়া ব্যক্তিদের ব্যবহৃত পাঁচটি ও খুন হওয়া ব্যক্তিদের পাঁচটি মোবাইল ফোনসহ ৭ টি মোবাইল ফোনসহ রক্ত মাখানো একটি জিন্স প্যান্ট উদ্ধার করেছে।

গ্রেফতার আকাশ মণ্ডল ইরফান (২৬) বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে।

র‍্যাব কর্মকর্তা সাকিব বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করেন।

র‍্যাব জানায়, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান সবাইকে হত্যা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান জানায়, জাহাজের বাজার করার ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি আগেই জাহাজেই ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল।

র‌্যাব দাবি করে বলে, ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের অষুধ খাইয়ে সবাইকে অচেতন করে। পরে হাতে গ্লাভস পড়ে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে। এরপর সবাইকে কোপানের পর মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইম চর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান।

র‌্যাবের ভাষ্য, মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান তাদেরও হত্যা করেন।

উল্লেখ্য, চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনা সাতজনের খুন হয়। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারও কারও ছিল গলাকাটা।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই